মোঃ হাবীবুর রহমানঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামের অজয় বনিকের স্ত্রী অমিতা বনিক লাকী (৩৩) ও তার মেয়ে নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী অন্তরা বনিক (১১) গত ৮দিন ধরে নিখোঁজ রয়েছেন।
আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। গত ২৬ এপ্রিল মঙ্গলবার বেলা অনুমান ১১টায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। তাদের চিন্তায় স্বজণরা নাওয়া-খাওয়া বন্ধ করে দিয়েছেন।
নিখোঁজ লাকীর গায়ের রঙ শ্যামলা, মূখমন্ডল লম্বাটে, উচ্চতা আনুমানিক ৫ফুট ৪ইঞ্চি ও পড়নে প্রিন্টের শাড়ী কাপর ছিল। কোন হৃদয়বান ব্যক্তি তাদের সন্ধান পেলে মোবাইল নম্বর-০১৭৩৯-৬৫৫৮৫১-তে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এ ব্যাপারে অমিতা বনিক লাকীর স্বামী অজয় বনিক গত ২৭ এপ্রিল মুরাদনগর থানায় সাধারণ ডায়রী (যার নং ১১০৪) করেন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে বিভিন্ন জেলা ও থানায় অনুসন্ধান বার্তা প্রেরণ করা হয়েছে।