আন্তর্জাতিক ডেস্কঃ
আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের খানাবাদ জেলায় শুক্রবার ফের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেশটির সরকারপন্থী ১৬ নিরাপত্তা বাহিনী এবং ১০ জন তালিবান নিহত হয়েছেন। জেলা ডেপুটি চিফ কুতরতুল্লাহ সাফি এই তথ্য জানিয়েছেন।
সাফি বলেছেন, সংঘর্ষে ১৬ জন সরকারপন্থী বাহিনী নিহত হয়েছেন। এদের মধ্যে কমান্ডার আব্দুল হাকিমও আছেন। সংঘর্ষে দুই পক্ষের আরও নয়জন আহত হয়েছেন।
গ্রামবাসীরা বলেছেন, শত শত তালেবান খানদাবাদ জেলার তেপা আক্তার অঞ্চলে সরকারি বাহিনীর ওপর হামলা চালায়। তিন ঘণ্টা ব্যাপী চলে এই সংঘর্ষ।
কুন্দুজ প্রদেশের প্রধান মোহাম্মদ ইউসুফ ঐ সংঘর্ষে কথা নিশ্চিত করেছেন।