হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে অবস্থিত জামেয়া দারুল উলূম উম্মে সাকিনাহ মহিলা মাদরাসার দাওরায়ে হাদীস পরীক্ষাথর্ীদের বিদায় ও দারুল উলূম উম্মুল কোরআন মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মঙ্গলবার বিকেলে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনে বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
মাদরাসার প্রতিষ্ঠাতা সায়খুল হাদীস আল্লামা সোলায়মান এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, উজানী দরবার শরীফের পীর আল্লামা মুফতী আব্দুর রহমান। বক্তব্য রাখেন, মাওলানা করিমপুর মহিউস সুন্নাহ মাদরাসার অধ্যক্ষ মুফতী দ্বীন মোহাম্মদ আশরাফ, নারায়নগঞ্জ মুজিববাগ আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম মাদরাসার মহা-পরিচালক হাফেজ মাওলানা মুফতী তৈয়ব।
কাজিয়াতল দাখিল মাদরাসার সুপার মাওলানা মোস্তাফিজুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জামেয়া দারুল উলূম উম্মে সাকিনাহ মহিলা মাদরাসার সভাপতি মোহাম্মদ হাসান, কাজিয়াতল দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ কাজী ওমর ফারুক খন্দকার, দারুল উলূম উম্মুল কোরআন মাদরাসার সভাপতি কামরুল ইসলাম, মাদরাসার পরিচালক মাওলানা আবু ইউসুফ, তমিজ উদ্দিন আদর্শ এতিমখানার পরিচালক হাফেজ ওবায়দুল্লাহ, হাফেজ আব্দুল বাতেন, সায়খুল হাদীস সাদেকুল ইসলাম ও মাওলানা হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে ৩ জন হাফেজ ছাত্রকে পাগড়ি, নামাজের মুছল্লা, তছবিহ, মেসওয়াক প্রদান, বৃত্তিপ্রাপ্ত ২জনসহ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়াও দাওরায়ে হাদীসের ১৫ জন পরীক্ষাথর্ীকে অনুষ্ঠানিক ভাবে বিদায় দেওয়া হয়।