রায়হান চৌধুরীঃ
কুমিল্লার মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনি, সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গাজীউল হক চৌধুরী ও জামাল মাস্টারের যৌথ উপস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।
স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক শেখ মুজিবর রহমান ১৯২০ সালে তৎকালীন ভারতবর্ষের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান ও মা শেখ সায়েরা খাতুন। লুৎফর-সায়েরা দম্পতির এ সন্তানই পরে এদেশের নিপিরিত মানুষের মুক্তির দাতা হিসেবে আবির্ভূত হন। বাঙালির অবিসংবাদিত এই নেতা ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে একদল সেনা সদস্যের হাতে স্ব-পরিবারে নিহত হন। পাকিস্তানি শাসকদের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে বঙ্গবন্ধু তার গতিশীল নেতৃত্বে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেন। তার নির্দেশনায় দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন করা হয়। সারাদেশের ন্যায় এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের জন্মশতবার্ষিকী হিসেবে ‘মুজিববর্ষ’ জাতীয়ভাবে পালিত হচ্ছে বলে তিনি তার বক্তব্যে এসব গুরুত্বপূর্ণ কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল রশিদ, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কালাম আজাদ (তমাল), উপজেলা ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম কমল, উপজেলা কৃষি কর্মকর্তা মাইনুদ্দিন আহমেদ সোহাগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা নাজমুল আলম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, মুরাদনগর থানা এবং বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান ও কামরুজ্জামান তালুকদার। কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, উপজেলা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন প্রমুখ।
এ সময় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অন্যান্যদের মাঝে আরোও উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।