মোঃ মোশাররফ হোসেন মনিরঃ
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুমিল্লার মুরাদনগরে ২২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীদের নাম চুড়ান্ত করা হয়েছে।
শনিবার বিকেলে ৬ষ্ঠ ধাপে নির্বাচনের জন্য মুরাদনগর উপজেলার সকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছেন আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড।
মুরাদনগরে ২২ইউপিতে আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- ১ নং শ্রীকাইল ইউপিতে বর্তমান চেয়ারম্যান আবুল হাসেমে বেগ, ২ নং আকব পুর ইউপিতে- বাবুল আহাম্মেদ মোল্লা, ৩ নং আন্দিকোট ইউপিতে বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক, ৪ নং পূর্ব ধৈইর পূর্ব ইউপিতে শুকলাল দেবনাথ, ৫ নং পূর্ব ধৈইর পশ্চিম ইউপিতে বর্তমান চেয়ারম্যান শরিফুল ইসলাম, ৬ নং বাঙ্গরা পূর্ব ইউপিতে বর্তমান চেয়ারম্যান হাকিম সওদাগর, ৭ নং বাঙ্গরা পশ্চিম ইউপিতে রুহুল আমিন, ৮ নং চাপিতলা ইউপিতে কাইয়ুম ভূইয়া, ৯ নং কামাল্লা ইউপিতে ফিরোজ খান, ১০ নং যাত্রাপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ১১ নং রামচন্দ্রপুর দক্ষিন ইউপিতে বর্তমান চেয়ারম্যান আঃ লতিফ সরকার, ১২ নং রামচন্দ্রপুর উত্তর ইউপিতে বর্তমান চেয়ারম্যান সফু মিয়া সরকার, ১৩ নং মুরাদনগর সদর ইউপিতে সফিউল্লাহ ভূইয়া, ১৪ নং নবীপুর পূর্ব ইউপিতে বর্তমান চেয়ারম্যান কাজী আবুল খায়ের, ১৫ নং নবীপুর পশ্চিম ইউপিতে বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন, ১৬ নং ধামঘর ইউপির বশিরুল ইসলাম, ১৭ নং জাহাপুর ইউপিতে সফিকুল ইসলাম, ১৮ নং ছালিয়াকান্দি ইউপিতে বর্তমান চেয়ারম্যান আবু মুসা সরকার, ১৯ নং দারোরা ইউপিতে মোঃ শাহজাহান( বিএসসি), ২০ নং পাহাড়পুর ইউপিতে আঃ ছামাদ মাঝী, ২১ নং বাবুটি পাড়া ইউপিতে, জাকির হোসেন মুন্সী, ২২ নং টনকী ইউপিতে বর্তমান চেয়ারম্যান জাকির হোসাইন।
আগামী ৪ জুন এই উপজেলার ২২টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে।