আন্তর্জাতিক ডেস্কঃ
ফের নতুন রেকর্ড গড়ল ভারত। দেশটিতে প্রথমবারের মতো একদিনে করোনা শনাক্তের সংখ্যা চার লাখ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন রোগী পাওয়া গেছে চার লাখ এক হাজার ৯৯৩ জন। একইসময়ে মারা গেছেন তিন হাজার ৫২৩ জন। শনিবার (১ মে) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, টানা নয়দিন দৈনিক তিন লাখ সংক্রমণের পর এবার চার লাখ সংক্রমণও দেখলো ভারত। আজ থেকে দেশ থেকে ভ্যাকসিন প্রদানের তৃতীয় ধাপ শুরু হচ্ছে। এবার ভ্যাকসিন পাবেন ১৮ থেকে ৪৪ বছর বয়সীরা। দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, বাংলা, কেরল, রাজস্থান, মধ্য প্রদেশ জানিয়েছে, তাদের টিকার মজুদ খুবই কম।
যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া কোভিডের বৃদ্ধির মধ্যে ভারত থেকে ভ্রমণ সীমাবদ্ধ করেছে। অস্ট্রেলিয়া এমনকি নতুন নিয়মকে অমান্যকারীদের জন্য পাঁচ বছরের জেল কারাদণ্ডের বিষয়ে সতর্ক করেছে।