ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ

খেলাধূলা ডেস্কঃ

রেটিং পয়েন্ট কমলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং এ এক ধাপ অগ্রসর হয়েছে বাংলাদেশ। এবারের হালনাগাদ হয়েছে ২০২০ সালের মে থেকে দলগুলোর পারফরম্যান্সের ১০০ শতাংশ ও এর আগের দুই বছরের পারফরম্যান্সের ৫০ শতাংশ বিবেচনা করে। যোগ-বিয়োগের হিসাবে তাই দশম স্থান থেকে নবম স্থানে উঠে এসেছে টাইগাররা। যথেষ্ট পরিমাণ ম্যাচ না খেলায় আইসিসি র‍্যাংকিং থেকে বাদ পড়েছে টি-টোয়েন্টি স্ট্যাটাস পাওয়া দল গাম্বিয়া, ঘানা, হাঙ্গেরি, সিরিয়া লিওন ও সুইডেন।

একনজরে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ দশ:

১ম – ইংল্যান্ড – ২৭৭ রেটিং পয়েন্ট (৫ পয়েন্ট বেড়েছে)

২য় – ভারত – ২৭২ রেটিং পয়েন্ট (২ পয়েন্ট বেড়েছে)

৩য় – নিউজিল্যান্ড – ২৬৩ রেটিং পয়েন্ট (৮ পয়েন্ট বেড়েছে)

৪র্থ – পাকিস্তান – ২৬১ রেটিং পয়েন্ট (১ পয়েন্ট বেড়েছে)

৫ম – অস্ট্রেলিয়া – ২৫৮ রেটিং পয়েন্ট (৯ পয়েন্ট কমেছে)

৬ষ্ঠ – দক্ষিণ আফ্রিকা – ২৪৮ রেটিং পয়েন্ট (১ পয়েন্ট কমেছে)

৭ম – আফগানিস্তান – ২৩৬ রেটিং পয়েন্ট (৬ পয়েন্ট বেড়েছে)

৮ম – শ্রীলঙ্কা- ২২৭ রেটিং পয়েন্ট (১ পয়েন্ট কমেছে)

৯ম – বাংলাদেশ – ২২৫ রেটিং পয়েন্ট (১ পয়েন্ট কমেছে)

১০ম – ওয়েস্ট ইন্ডিজ – ২২২ রেটিং পয়েন্ট (৬ পয়েন্ট কমেছে)

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ

আপডেট সময় ০৩:৩৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১

খেলাধূলা ডেস্কঃ

রেটিং পয়েন্ট কমলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং এ এক ধাপ অগ্রসর হয়েছে বাংলাদেশ। এবারের হালনাগাদ হয়েছে ২০২০ সালের মে থেকে দলগুলোর পারফরম্যান্সের ১০০ শতাংশ ও এর আগের দুই বছরের পারফরম্যান্সের ৫০ শতাংশ বিবেচনা করে। যোগ-বিয়োগের হিসাবে তাই দশম স্থান থেকে নবম স্থানে উঠে এসেছে টাইগাররা। যথেষ্ট পরিমাণ ম্যাচ না খেলায় আইসিসি র‍্যাংকিং থেকে বাদ পড়েছে টি-টোয়েন্টি স্ট্যাটাস পাওয়া দল গাম্বিয়া, ঘানা, হাঙ্গেরি, সিরিয়া লিওন ও সুইডেন।

একনজরে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ দশ:

১ম – ইংল্যান্ড – ২৭৭ রেটিং পয়েন্ট (৫ পয়েন্ট বেড়েছে)

২য় – ভারত – ২৭২ রেটিং পয়েন্ট (২ পয়েন্ট বেড়েছে)

৩য় – নিউজিল্যান্ড – ২৬৩ রেটিং পয়েন্ট (৮ পয়েন্ট বেড়েছে)

৪র্থ – পাকিস্তান – ২৬১ রেটিং পয়েন্ট (১ পয়েন্ট বেড়েছে)

৫ম – অস্ট্রেলিয়া – ২৫৮ রেটিং পয়েন্ট (৯ পয়েন্ট কমেছে)

৬ষ্ঠ – দক্ষিণ আফ্রিকা – ২৪৮ রেটিং পয়েন্ট (১ পয়েন্ট কমেছে)

৭ম – আফগানিস্তান – ২৩৬ রেটিং পয়েন্ট (৬ পয়েন্ট বেড়েছে)

৮ম – শ্রীলঙ্কা- ২২৭ রেটিং পয়েন্ট (১ পয়েন্ট কমেছে)

৯ম – বাংলাদেশ – ২২৫ রেটিং পয়েন্ট (১ পয়েন্ট কমেছে)

১০ম – ওয়েস্ট ইন্ডিজ – ২২২ রেটিং পয়েন্ট (৬ পয়েন্ট কমেছে)