মনির খাঁনঃ
কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণ পুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৭০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার রাত ১১-২০ মিনিটে উপজেলার রামকৃষ্ণপুর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ,এ খবর পেয়ে হোমনা উপজেলা ফায়ার সার্ভিস,, এবং পাশ্ববর্তি উপজেলা বান্ছারাম পুর ও মুরাদনগর ফায়ার সার্ভিসের ইউনিট দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়।সংকরের এল্যুমোনিয়াম এর দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়।
এ দিকে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আগুনে ক্ষতিগ্রস্থ কাউছার আলম জানান,রাতে দোকান বন্ধ করে বাসায় গিয়ে শুনতে পারি বাজারে আগুন লাগছে,দৌড়ে বাজারে এসে দেখি আমার মালামাল রাখার দুটি গুডাউন পুরে ছাই হয়ে গেছে।এতে আমার ২০/২৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এখন পথে বসে ছারা আমার আর কোন উপায় নাই।
আগুনে ইব্রাহিম,সংকর ফার্মেসী,সহ ৭০ টি দোকান পুরে ছাই হয়ে যায়।