দাউদকান্দি প্রতিনিধিঃ
৬ষ্ঠ ধাপে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়নে ইউপি নির্বাচনে ১০১ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৬৬৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বুধবার উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, গৌরীপুর ইউনিয়নে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা ছয়জনের মধ্যে আবুল হাসেম সরকার (আ. লীগ), আবুল হাসেম(বিএনপি), মজিব ফকির(জাপা), জিংলাতুলিতে ৮ জনের মধ্যে মনির হোসেন সরকার(আ. লীগ), মোস্তাক আহম্মেদ(বিএনপি), মোঃ ওমর ফারুক মিয়াজী (স্বতন্ত্র), বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লা(স্বতন্ত্র), বারপারায় ৯ জনের মধ্যে মনির তালুকদার(আ. লীগ), মোঃ আলাউদ্দিন(বিএনপি), সুন্দুলপুরে ৫ জনের মধ্যে মাসুদ আলম(আ. লীগ), আরিফ মাহমুদ(বিএনপি),বর্তমান চেয়ারম্যান আসলাম মিয়াজী(স্বতন্ত্র), মারুকায় ৯ জনের মধ্যে খলিল তালুকদার(আ. লীগ), সামসুল হক সওদাগর(বিএনপি), দৌলতপুরে ৭ জনের মধ্যে মাকসুদ জমাদ্দার(আ. লীগ), হেলাল ইসহাক(বিএনপি), বিটেশ্বরে ৩ জনের মধ্যে জেবুন্নেছা(আ. লীগ), নুরুল আমিন মীর(বিএনপি), ইলিয়টগঞ্জ উত্তর ৪ জনের মধ্যে জসিম প্রধান(আ. লীগ), হুমায়ুন কবির(বিএনপি), ইলিয়টগঞ্জ দক্ষিণে ৭ জনের মধ্যে মামুনুর রশিদ(আ. লীগ), আনোয়ার হোসেন(বিএনপি), গোয়ালমারীতে ৮ জনের মধ্যে জসিম হাসান(আ. লীগ), আহম্মদ হোসেন তালুকদার(বিএনপি), পদুয়ায় ৬ জনের মধ্যে বাবুল(আ. লীগ), কামাল হোসেন(বিএনপি), দাউদকান্দি উত্তরে ১০ জনের মধ্যে ইঞ্জিনিয়ার সালাম(আ. লীগ),দেওয়ান আব্দুস সাত্তার(বিএনপি), মালিগাওয়ে ৮ জনের মধ্যে নুরুল ইসলাম(আ. লীগ), মোহাম্মদপুরে ৮ জনের মধ্যে দুলাল(আ. লীগ), মজিবুর রহমান(বিএনপি) ও পাচগাছিয়ায় ৩ জনের মধ্যে জামাল চৌধুরী(আ. লীগ), শাহ্জাহান সরদার(বিএনপি) নির্বাচন করার জন্য মনোনয়ন পেয়েছেন।
সর্বশেষ তফসিল অনুযায়ী আজ বুধবার এবং আগামীকাল বাছাই পর্ব। ১৩-১৫ মে আপীল, ১৯ মে প্রার্থীতা প্রত্যাহার এবং ২০মে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। আগামী ৪ জুন উপজেলার ১৫টি ইউনিয়নের দুই লাখ একুশ হাজার ৪৫ জন ভোটার ১৩৮টি কেন্দ্রের ৬৩৪টি বুথে ভোট প্রদান করবেন।