আন্তর্জাতিক:
করোনা ভাইরাস মহামারির ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ইকামা, এক্সিট ও রি-অ্যান্ট্রি ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। বিনা মূল্যে ২ জুন পর্যন্ত এই ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এ খবর জানিয়েছে সৌদি গেজেট। খবরে বলা হয়েছে, সৌদি আরবের বাদশাহ সালমানের নির্দেশে ভিসার মেয়াদ বাড়ানোর অনুমতি দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। পাশাপাশি একই সময়ের মধ্যে ভিজিট ভিসার মেয়াদও বাড়ানো হয়েছে।
মহামারিতে সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত ও অর্থনৈতিক ও আর্থিক প্রভাব কমিয়ে আনতে সরকারি পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসপিএর খবর অনুসারে, সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত) ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। জাতীয় ইনফরমেশন সেন্টারের সহযোগিতায় স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ বাড়ানো হবে।