মোঃ মোশারফ হোসেন মনিরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামে নীলা আক্তার নামে আড়াই বছর বয়সী একটি শিশুকে হত্যার দায়ে ৮ বছর পর নিজ চাচি শিউলী আক্তারকে (২৭) মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত।
আসামির উপস্থিতিতে রোববার বিকেলে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: আকবর আলী শেখ এ রায় দেন।
মামলার বিবরনে জানা যায়, নীলা আক্তার উপজেলার আড়ালিয়া গ্রামের সুরুজ মিয়ার মেয়ে। ২০০৮ সালের ১৮ জুলাই মোবাইল চুরির ঘটনাকে কে›ন্দ্র করে নীলার মায়ের সঙ্গে চাচি শিউলীর ঝগড়া হয়। এর পর নিখোঁজ হয় নীলা। অনেক খোঁজাখুঁজির পর ১৯ জুলাই বেলা ১১টার দিকে শিউলীর ঘরের খাটের তলায় মাটির নিচে নীলার মরদেহ পাওয়া যায়।
ওই দিনই নিহত শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ শিউলীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি নীলাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ মাটি চাপা দেওয়ার কথা স্বীকার করেন। দীর্ঘ শুনানি শেষে রোববার অপরাধীকে মৃত্যুদন্ডাদেশ দেন আদালত।