হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় মনোনয়নপ্রাপ্ত বাবুল আহম্মেদ মোল্লার মনোনয়ন বাতিল করে ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে একক ভাবে মনোনীত উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শিমুল বিল্লালকে পূনরায় দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে শনিবার দুপুর ১টায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক অবরোধ করেছে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকরা।
অবরোধ চলাকালে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রায় ঘন্টাব্যাপী অবরোধ শেষে পীর কাশীমপুর আর এন উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে একক ভাবে মনোনীত করার পরও শিমুল বিল্লালকে দলীয় মনোনয়ন না দেওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে বাবুল আহম্মেদ মোল্লার মনোনয়ন বাতিল করে শিমুল বিল্লালকে পূনরায় দলীয় মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানায়।
ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বাবুলের উপস্থাপনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ আজহারুল ইসলাম মানিক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, সুলতান আহম্মেদ মেম্বার, অবিদ মিয়া মেম্বার, সাবেক মেম্বার সুর্র্য্যু মিয়া, সুরুজ মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল রব্বানী, সাধারণ সম্পাদক নুরুল আমিন, জীবন মিয়া ভ্ইুয়া, যুব কল্যাণ সংঘের সভাপতি খালেদ হাসান বাবুল, স্কুল কমিটির সদস্য ইকবাল হোসেন, আব্দুল কাউয়ূম, আবুল ফাত্তাহ, তফাজ্জল হোসেন, জেলা ছাত্রলীগের সদস্য সোহাগ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন শওকত ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন বাবু প্রমুখ। # #