তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় পূর্ব শত্রুতার জের ধরে কুয়েত প্রবাসীর বাড়িতে দফায় দফায় হামলা ভাংচুর করে স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জীনিষপত্র লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল ৬ টায় উপজেলার আসাদপুর ইউনিয়ন আসাদপুর বাজার সংলগ্ন প্রবাসী মো. আলী মিয়ার বাড়িতে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে এ হামলা ভাংচুর ও লুটপাট করা হয় বলে জানান প্রবাসীর স্ত্রী আছমা আক্তার। এসময় তাকে গলা চেপে ধরে শ্বাসরোধ্য করে হত্যার চেষ্টা ও শ্লীলতাহানীর করার চেষ্টা চালায় বলে জানান তিনি।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী আছমা আক্তার আরো বলেন, আমার স্বামী দীর্ঘদিন বিদেশে থাকার সুযোগকে কাজে লাগিয়ে আমাদের কে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে একই বাড়ির মৃত আবিদ মিয়ার ছেলে মো. রিপন মিয়া।
এসময় তিনি বলেন, মৃত আবিদ মিয়ার ছেলে রিপন মিয়া ও তার স্ত্রী নুরনাহার, মোবারক মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার সহ রিপন বাহিনী তাঁর ৮-১০ জনের একটি গ্রুপ সাথে নিয়ে হঠাৎ করে আমার বাড়িতে প্রবেশ করে, অতর্কিত হামলা চালায় এবং আমার গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
সেইসাথে আমার ঘরের দরজা-জানালা ভাঙচুর করে এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে। সাংবিদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ইতিপূর্বে ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় সমাজ প্রতিনিধিদের কে জানিয়েছি।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত মো. রিপন মিয়ার ব্যবহৃত মোঠোফোনে কল দিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন করলেও তিনি আর ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে আসাদপুর ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন পাঠান মুঠোফোনে বলেন, একটি মহিলা আমাকে ফোনে জানিয়েছেন তার বাড়িতে হামলা ভাংচুর করেছে। বিস্তারিত ইউনিয়ন পরিষদে এসে জানানোর জন্য তাকে আমি বলে দিয়েছি।
এদিকে থানার এসআই আশিকুর রহমান মুঠোফোনে জানান, এই ঘটনায় দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। থানা থেকে আমাকে তদন্তভার দেয়া হয়েছে। আমরা তদন্ত করছি তদন্তপূর্বক দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।