তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনয় বাল্য বিয়ে দেয়ার দায়ে বরের বড় ভাই ও কনের পিতাকে অর্থদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোববার সন্ধ্যায় উপজেলার কনের নানার বাড়ি মাথাভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, কনে মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও বর একই উপজেলার নারায়নপুর গ্রামের আবদুল মালেকের প্রবাসী ছেলে। এ ঘটনায় ইউএনও এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বরের বড় ভাই নূর মোহাম্মদ এবং কনের পিতা জয়নাল আবেদিনকে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন। ইউএনও কাজী শহিদুল ইসলাম বলেন, সঠিক সময়ে খবরটি না পাওয়ায় বাল্য বিয়েটি বন্ধ করা যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট কাজীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।