দেলোয়ার হোসেন, স্টাফ রির্পোটারঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সংচাইল এলাকায় অভিযান চালিয়ে দুইশ’ কেজি গাঁজাসহ একটি ট্রাক আটক করেছে হাইওয়ে পুলিশ। এসময় ট্রাকচালক আবুল হাসান ইসমাইলকে (২৬) আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে অভিযান চালানো হয়।
ইসমাইল পাশের নোয়াখালী জেলার সেনাবাগ উপজেলার আটিয়াবাড়ি গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে।
কুমিল্লার মিরপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে টহল পুলিশের একটি দল মহাসড়কে অভিযান চালায়। এসময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ছেড়ে আসা ট্রাকে তল্লাশি চালিয়ে দুইশ’ কেজি গাঁজা পাওয়ায় চালক ইসমাইলকে আটক করা হয়। তবে এর আগেই হেলপার পালিয়ে যায়।এ ঘটনায় দেবিদ্বার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।