ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বর্ষায় রান্নাঘরে স্যাঁতসেঁতে গন্ধ দূর করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্কঃ

বর্ষায় রান্নাঘরে দম বন্ধ করা স্যাঁতসেঁতে গন্ধ হয়ে যায়। চুলার আশেপাশে ভাতের মাড়, তেল, তরকারির ঝোল এবং মেঝেতে মসলাবাটা, পানি এসব তো যখন-তখন পড়েই। রান্নার সময় ধোঁয়া বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে এক হয়ে আঠালো ভাবও তৈরি করে ফেলে। আর মাছ-মাংস-সবজির সেদ্ধ গন্ধ স্যাঁতসেঁতে ও তেল চিটচিটে অবস্থাকে আরো বাড়িয়ে তোলে। কীভাবে রান্নাঘর থেকে স্যাঁতসেঁতে গন্ধ দূর করবেন, জেনে নিন।

বর্ষায় রান্নাঘরে স্যাঁতসেঁতে গন্ধ দূর করবেন যেভাবে 

১.কয়েকটি লেবুর স্লাইস ২২৫ ডিগ্রিতে প্রি-হিট করা ওভেনে বেক করুন। এবার ওভেনের দরজা খুলে কয়েক ঘণ্টা রেখে দিন। দেখবেন স্যাঁতসেঁতে গন্ধ কমে গেছে।

২.অল্প এলাচ, দারুচিনি ও তেজপাতা পানিতে ফুটিয়ে নিন। তারপর হালকা আঁচে কিছুক্ষণ বসিয়ে রাখুন, যাতে পুরো রান্নাঘরে ভাপ ছড়িয়ে পরে। এতে গন্ধ কমে যাবে।

বর্ষায় রান্নাঘরে স্যাঁতসেঁতে গন্ধ দূর করবেন যেভাবে 

৩.যদি বাঁধাকপি, মুলা, শালগম সেদ্ধ করা হয় তাহলে সে গন্ধ অনেকেই সহ্য করতে পারেন না। তাই এই সবজিগুলো সেদ্ধ করার সময় পানিতে এক টুকরা পাতিলেবু দিয়ে দিতে পারেন। মাছের গন্ধ তাড়াতে অল্প অলিভ অয়েলের মধ্যে এক টুকরা দারুচিনি দিয়ে কিছুক্ষণ আঁচে বসিয়ে রাখলে গন্ধ থেকে বাঁচবেন।

৪.রাতের খাওয়ার পর এঁটো বাসন রেখে দেবেন না। তখনই ধুয়ে ফেলুন। বাসন মাজার স্পাঞ্জ প্রতি সপ্তাহে বদলালে এবং চুলার আশপাশে জমা তেল প্রতিদিন পরিষ্কার করে ফেললে রান্নাঘরের গন্ধ পালাবেই পালাবে।

বর্ষায় রান্নাঘরে স্যাঁতসেঁতে গন্ধ দূর করবেন যেভাবে 

৫.শুকনা ও ভেজা ময়লা আলাদা বক্সে বা থলেতে রাখুন। যে সব জিনিস সহজে পচে যায়, সেগুলোকে নিয়মিত বাইরে ফেলার ব্যবস্থা করুন। প্রতিবার ময়লা বাইরে ফেলে আসার পর অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনার দিয়ে ডাস্টবিন ধুয়ে, রোদে শুকিয়ে নিন। আর সরাসরি বিনে নয়, ময়লা ফেলুন বিনের ভেতরে রাখা ডিসপোজাল গার্বেজ ব্যাগে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর বিজয় দিবস উদযাপন

বর্ষায় রান্নাঘরে স্যাঁতসেঁতে গন্ধ দূর করবেন যেভাবে

আপডেট সময় ১১:৩১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১

লাইফস্টাইল ডেস্কঃ

বর্ষায় রান্নাঘরে দম বন্ধ করা স্যাঁতসেঁতে গন্ধ হয়ে যায়। চুলার আশেপাশে ভাতের মাড়, তেল, তরকারির ঝোল এবং মেঝেতে মসলাবাটা, পানি এসব তো যখন-তখন পড়েই। রান্নার সময় ধোঁয়া বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে এক হয়ে আঠালো ভাবও তৈরি করে ফেলে। আর মাছ-মাংস-সবজির সেদ্ধ গন্ধ স্যাঁতসেঁতে ও তেল চিটচিটে অবস্থাকে আরো বাড়িয়ে তোলে। কীভাবে রান্নাঘর থেকে স্যাঁতসেঁতে গন্ধ দূর করবেন, জেনে নিন।

বর্ষায় রান্নাঘরে স্যাঁতসেঁতে গন্ধ দূর করবেন যেভাবে 

১.কয়েকটি লেবুর স্লাইস ২২৫ ডিগ্রিতে প্রি-হিট করা ওভেনে বেক করুন। এবার ওভেনের দরজা খুলে কয়েক ঘণ্টা রেখে দিন। দেখবেন স্যাঁতসেঁতে গন্ধ কমে গেছে।

২.অল্প এলাচ, দারুচিনি ও তেজপাতা পানিতে ফুটিয়ে নিন। তারপর হালকা আঁচে কিছুক্ষণ বসিয়ে রাখুন, যাতে পুরো রান্নাঘরে ভাপ ছড়িয়ে পরে। এতে গন্ধ কমে যাবে।

বর্ষায় রান্নাঘরে স্যাঁতসেঁতে গন্ধ দূর করবেন যেভাবে 

৩.যদি বাঁধাকপি, মুলা, শালগম সেদ্ধ করা হয় তাহলে সে গন্ধ অনেকেই সহ্য করতে পারেন না। তাই এই সবজিগুলো সেদ্ধ করার সময় পানিতে এক টুকরা পাতিলেবু দিয়ে দিতে পারেন। মাছের গন্ধ তাড়াতে অল্প অলিভ অয়েলের মধ্যে এক টুকরা দারুচিনি দিয়ে কিছুক্ষণ আঁচে বসিয়ে রাখলে গন্ধ থেকে বাঁচবেন।

৪.রাতের খাওয়ার পর এঁটো বাসন রেখে দেবেন না। তখনই ধুয়ে ফেলুন। বাসন মাজার স্পাঞ্জ প্রতি সপ্তাহে বদলালে এবং চুলার আশপাশে জমা তেল প্রতিদিন পরিষ্কার করে ফেললে রান্নাঘরের গন্ধ পালাবেই পালাবে।

বর্ষায় রান্নাঘরে স্যাঁতসেঁতে গন্ধ দূর করবেন যেভাবে 

৫.শুকনা ও ভেজা ময়লা আলাদা বক্সে বা থলেতে রাখুন। যে সব জিনিস সহজে পচে যায়, সেগুলোকে নিয়মিত বাইরে ফেলার ব্যবস্থা করুন। প্রতিবার ময়লা বাইরে ফেলে আসার পর অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনার দিয়ে ডাস্টবিন ধুয়ে, রোদে শুকিয়ে নিন। আর সরাসরি বিনে নয়, ময়লা ফেলুন বিনের ভেতরে রাখা ডিসপোজাল গার্বেজ ব্যাগে।