মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যাক্তিত্ব আব্দুর রউফ ওরফে মামুন সরকারের দাফন রাষ্টীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মকলিশপুর সরকার বাড়ীর মৃত মৌলভী আব্দুর রাজ্জাক সরকারের ছেলে।
সোমবার বিকেলে মকলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মুরাদনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন এর নেতৃত্বে বাঙ্গরা বাজার থানা পুুলিশ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ কে গার্ড অব অনার প্রদান করেন। জানাজা শেষে বীর মুক্তিযুদ্ধা আব্দুর রউফ ওরফে কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯:৩০ মিনিটে বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে আব্দুর রউফ স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনীগ্রাহী রেখে গেছেন। মহান এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন তার এক সময়ের রণাঙ্গনের সাথীরা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।