ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আফগান ইস্যু ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সিআইএ প্রধানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ

আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নস। আনন্দবাজার পত্রিকা, এনডিটিভিসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কী নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো আভাস পাওয়া না গেলেও নিরাপত্তার বিষয়টি আলোচনার মূল বিষয়বস্তু ছিল। বিশেষ করে তালেবান ক্ষমতায় আসার পর এই বিষয়টিতেই জোর দিতে চেয়েছে দুই দেশ।

সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তালেবান ইতিমধ্যেই কাশ্মির নিয়ে মুখ খুলেছে। ফলে জম্মু-কাশ্মিরে নিরাপত্তার বিষয়টি বার্নস এবং ডোভালের আলোচনায় গুরুত্ব পেয়েছে বলেও মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক মহলের কাছে তালেবান নিজেদের নতুন রূপে তুলে ধরার চেষ্টা করছে। সবার সহযোগিতাও চেয়েছে। কিন্তু তাদের সেই আশ্বাসে ভরসা রাখতে পারছে না অনেক দেশই। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ভারত। তাই দুই দেশের মধ্যে এই আলোচনা যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার জন্য গত মঙ্গলবার দিল্লি পৌঁছান সিআইএ প্রধান।

রাশিয়া-দিল্লি বৈঠক

সিআইএ প্রধান যখন দিল্লি সফর করছেন, সেই সময়ে ভারতে অবস্থান করছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ। তিনিও আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই দিল্লি রয়েছেন। গতকাল তিনিও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন। সেখানে তালেবান, মাদক পাচার নিয়ে আলোচনা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, তালেবান মন্ত্রিসভা ঘোষণার পর নিরাপত্তা পরিস্থিতি অবনতির যে শঙ্কা তৈরি হয়েছে তা নিয়ে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে। জঙ্গিবাদ নিয়ে দুই দেশেরই সমান উদ্বেগ আছে। তালেবান কীভাবে তাদের প্রতিশ্রুতি রক্ষা করে সে বিষয়টিই আলোচনায় গুরুত্ব পেয়েছে। এছাড়া আফগানিস্তানের রাজনৈতিক, সামাজিক ও মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

আফগান ইস্যু ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সিআইএ প্রধানের বৈঠক

আপডেট সময় ০৫:০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নস। আনন্দবাজার পত্রিকা, এনডিটিভিসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কী নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো আভাস পাওয়া না গেলেও নিরাপত্তার বিষয়টি আলোচনার মূল বিষয়বস্তু ছিল। বিশেষ করে তালেবান ক্ষমতায় আসার পর এই বিষয়টিতেই জোর দিতে চেয়েছে দুই দেশ।

সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তালেবান ইতিমধ্যেই কাশ্মির নিয়ে মুখ খুলেছে। ফলে জম্মু-কাশ্মিরে নিরাপত্তার বিষয়টি বার্নস এবং ডোভালের আলোচনায় গুরুত্ব পেয়েছে বলেও মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক মহলের কাছে তালেবান নিজেদের নতুন রূপে তুলে ধরার চেষ্টা করছে। সবার সহযোগিতাও চেয়েছে। কিন্তু তাদের সেই আশ্বাসে ভরসা রাখতে পারছে না অনেক দেশই। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ভারত। তাই দুই দেশের মধ্যে এই আলোচনা যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার জন্য গত মঙ্গলবার দিল্লি পৌঁছান সিআইএ প্রধান।

রাশিয়া-দিল্লি বৈঠক

সিআইএ প্রধান যখন দিল্লি সফর করছেন, সেই সময়ে ভারতে অবস্থান করছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ। তিনিও আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই দিল্লি রয়েছেন। গতকাল তিনিও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন। সেখানে তালেবান, মাদক পাচার নিয়ে আলোচনা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, তালেবান মন্ত্রিসভা ঘোষণার পর নিরাপত্তা পরিস্থিতি অবনতির যে শঙ্কা তৈরি হয়েছে তা নিয়ে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে। জঙ্গিবাদ নিয়ে দুই দেশেরই সমান উদ্বেগ আছে। তালেবান কীভাবে তাদের প্রতিশ্রুতি রক্ষা করে সে বিষয়টিই আলোচনায় গুরুত্ব পেয়েছে। এছাড়া আফগানিস্তানের রাজনৈতিক, সামাজিক ও মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।