বেলাল উদ্দিন আহাম্মদ, বিশেষ প্রতিনিধিঃ
বিশিষ্ট শিক্ষানুরাগী কুমিল্লা মুরাদনগর উপজেলার হায়দরাবাদ গ্রামের বেগম জাহানারা হক ডিগ্রি কলেজ, সামছুল হক কলেজ, বেগম জাহানারা হক বালিকা উচ্চ বিদ্যালয়, মাসুম বিল্লাল মেমোরিয়াল দাখিল মাদ্রাসা, সায়েমা হক হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা, ঢাকার বিশিষ্ট কেমিকেল ব্যবসায়ী আলহাজ¦ সামছুল হক (৬৭) বুধবার রাতে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহ……. রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে, জামাতা, নাতি-নাতনি সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় তার নিজ গ্রাম হায়দরাবাদ কলেজ প্রাঙ্গনে জানাযা শেষে সামছুল হক শিক্ষা কমপ্লেক্সের মসজিদের পাশে দাফন করা হয়।
জানাযা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হারুন আল রশিদ, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সরকার, আন্দিকুট ইউপি চেয়ারম্যান মো: ওমর ফারুক সরকার, পূর্ব ধইর পূর্ব ইউপি চেয়ারম্যান মো: শরিফুল ইসলাম, সাবেক ভিপি গোলাম সারোয়ার চিনু, অবসর প্রাপ্ত সিনিয়র সচিব সৈয়দ নাঈম প্রমুখ।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেন ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, সাবেক পূর্তমন্ত্রী ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।