আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ নিহত ও কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। শনিবার করাচির শেরশাহ এলাকায় এ ঘটনা ঘটে।
করাচির পুলিশ কর্মকর্তা জাফর আলী শাহ জানান, একটি ব্যাংকের পাশে এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে ব্যাংক ভবন ও পাশের একটি পেট্রোল পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের নিচের ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, বিস্ফোরণস্থলে তল্লাশি চালানোর জন্য বোমা নিস্ক্রিয়কারী একটি ইউনিট কাজ করছে। স্কোয়াডের তদন্ত শেষে বিস্ফোরণের কারণ জানা যাবে। খবর ডন।