মোর্শেদুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধি, ২৪ ডিসেম্বর, (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার হোমনায় ৪৪তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পুরুস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করেন। অনুষ্ঠানে ইউএনও আহমেদ জামিলের সভাপতিত্বে স্বাগতক বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজহারুল ইসলাম ভূইয়া। আরো বক্তব্য রাখেন সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইব্রাহিম, সুপার আবদুল কাদির প্রমুখ। প্রতিযোগিতামূলক খেলা প্রদর্শন করে ফুটবলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও নিলখী উচ্চ বিদ্যালয় রানার্স আপ এবং মহিলা ক্রিকেটে খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ ট্রফি জয়লাভ করেন।
উল্লেখ্য, প্রতিযোগিতায় ক্রিকেট- মহিলা ও পুরুষ, ভলিবল- মহিলা ও পুরুষ, ব্যাডমিন্টন একক ও দ্বৈত পর্বে পুরুষ এবং মহিলা ছাড়াও এ্যাথলেটিকসে ৩০ টি ইভেন্টে উপজেলার ২৬ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।