ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর অতর্কিতে হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে সোমবার হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। এদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছেন। 

পুলিশ এক সংবাদ সম্মেলনে বলেন, প্রায় বিকেল পাঁচটা নাগাদ এই হামলার ঘটনা ঘটেছে। ডেনভার, লেকউডসহ অন্তত চারটি জায়গায় হামলা চালায় ওই বন্দুকধারী। 

ডেনভারে প্রথম হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। সেখানে দুইজন প্রাপ্তবয়স্ক লোক নিহত হয়েছে এবং আরেকজন প্রাপ্ত বয়স্ক লোক আহত হয়েছে। এরপর ওই বন্দুকধারী পার্শ্ববর্তী এলাকা লেকউডে গুলি চালিয়ে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে এবং আরো একজনকে গুলিবিদ্ধ করে। এরপর ওই হামলাকারী আরেক এলাকায় চলে যায়। 

লেকউড পুলিশের মুখপাত্র জন রোমেরো বলেন, আমাদের এজেন্টদের সঙ্গে ওই হামলাকারীর গুলি বিনিময় হয় এবং হামলাকারী নিহত হয়। ঘটনাস্থলে আমাদের একজন পুলিশ কর্মকর্তা আহত  হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

তথ্যসূত্র: এনডিটিভি। 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর অতর্কিতে হামলা, নিহত ৪

আপডেট সময় ০৩:০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে সোমবার হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। এদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছেন। 

পুলিশ এক সংবাদ সম্মেলনে বলেন, প্রায় বিকেল পাঁচটা নাগাদ এই হামলার ঘটনা ঘটেছে। ডেনভার, লেকউডসহ অন্তত চারটি জায়গায় হামলা চালায় ওই বন্দুকধারী। 

ডেনভারে প্রথম হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। সেখানে দুইজন প্রাপ্তবয়স্ক লোক নিহত হয়েছে এবং আরেকজন প্রাপ্ত বয়স্ক লোক আহত হয়েছে। এরপর ওই বন্দুকধারী পার্শ্ববর্তী এলাকা লেকউডে গুলি চালিয়ে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে এবং আরো একজনকে গুলিবিদ্ধ করে। এরপর ওই হামলাকারী আরেক এলাকায় চলে যায়। 

লেকউড পুলিশের মুখপাত্র জন রোমেরো বলেন, আমাদের এজেন্টদের সঙ্গে ওই হামলাকারীর গুলি বিনিময় হয় এবং হামলাকারী নিহত হয়। ঘটনাস্থলে আমাদের একজন পুলিশ কর্মকর্তা আহত  হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

তথ্যসূত্র: এনডিটিভি।