ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় সড়কে দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) দুপুর ২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- জেলার বুড়িচং উপজেলার ষোলনল গ্রামের মফিজুল ইসলামের ছেলে রুবেল হোসেন ও চান্দিনা উপজেলার দীঘিরপাড় গ্রামের আবদুর রশিদের ছেলে মো. শাওন। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।   

ওসি আরও জানান, রুবেল হোসেন ও মো. শাওন নামের দুই যুবক আলেখারচর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। তারা আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দ্রুতগতির একটি গাড়ি মোটর সাইকেলটিকে চাপা দিলে উভয়ে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে নিহতের স্বজনরা হাইওয়ে থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন। ঘাতক গাড়িটি শনাক্ত করতে হাইওয়ে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান। 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

কুমিল্লায় সড়কে দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০২:৪৩:২১ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) দুপুর ২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- জেলার বুড়িচং উপজেলার ষোলনল গ্রামের মফিজুল ইসলামের ছেলে রুবেল হোসেন ও চান্দিনা উপজেলার দীঘিরপাড় গ্রামের আবদুর রশিদের ছেলে মো. শাওন। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।   

ওসি আরও জানান, রুবেল হোসেন ও মো. শাওন নামের দুই যুবক আলেখারচর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। তারা আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দ্রুতগতির একটি গাড়ি মোটর সাইকেলটিকে চাপা দিলে উভয়ে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে নিহতের স্বজনরা হাইওয়ে থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন। ঘাতক গাড়িটি শনাক্ত করতে হাইওয়ে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।