ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফোন নম্বর লুকিয়ে কল করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

স্মার্টফোনের প্রধান কাজ ভয়েস কল হলেও, তা দিয়ে আপনি নানাবিধ কাজ করে থাকেন। আপনার ফোন থেকে যখন কোনো নম্বর ডায়াল করেন, তখন যার ফোনে কল করেন, তার কাছে আপনার নম্বরটি ভেসে ওঠে। তবে ফোন করার সময় নিজের ফোন নম্বর হাইড করার একাধিক উপায় রয়েছে।

এন্ড্রয়েড ও আইফোন থেকে ভয়েস কলে নিজের নম্বর গোপন রাখবেন যে ভাবে

* প্রথমেই যে নম্বরে ফোন করবেন সেই নম্বরটি কপি করে নিন।

* এবার ডায়ালার অ্যাপে অ্যাস্টেরিক্স সিম্বল (*) প্রেস করে ৬৭ ডায়াল করুন।

* এরপর আপনি যে নম্বর ডায়াল করতে চান, সেটি পেস্ট করুন।

* এবার কল বাটন প্রেস করে কল করুন। আপনার অপারেটর এই ফাংশন সাপোর্ট করলে, যে নম্বর ডায়াল করেছেন, সেই ফোনে আপনার নম্বর দেখাবে না।

সব কলে কলার আইডি ব্লক করবেন কী ভাবে

প্রত্যেকবার কাউকে ফোন করার সময় নম্বরের আগে নির্দিষ্ট সংখ্যা ডায়াল করা ক্লান্তিকর হতে পারে। তার জন্য এন্ড্রয়েড ও আইফোন এ রয়েছে বিশেষ ফিচার, যা এনাবল করে সব কলেই কলার আইডি ব্লক করা যাবে।

* আইফোন গ্রাহকরা ফোন অ্যাপ ওপেন করে, মেনু আইকন সিলেক্ট করে, কল সেটিংস ওপেন করুন। এবার হাইড অর শো কলার আইডি টগল ডিসেবেল করে দিন।

* অন্যদিকে আইফোন গ্রাহকরা সেটিংস ওপেন করে ফোন সিলেক্ট করুন। এখানে শো মাই কলার আইডি অপশন ডিসেবেল করে দিন।

যদিও, এই উপায়ে কলার আইডি ব্লক সব অপারেটর সাপোর্ট করবে না। আর তার জন্যই টেলিকম প্রোভাইডারের কাস্টোমার কেয়ারে ফোন করে সঠিক উপায় জেনে নিতে পারেন। সেখানে আপনার অপারেটরে কলার আইডি ব্লক করার অফিসিয়াল উপায় জানিয়ে দেওয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর বিজয় দিবস উদযাপন

ফোন নম্বর লুকিয়ে কল করবেন যেভাবে

আপডেট সময় ০৩:৫৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

স্মার্টফোনের প্রধান কাজ ভয়েস কল হলেও, তা দিয়ে আপনি নানাবিধ কাজ করে থাকেন। আপনার ফোন থেকে যখন কোনো নম্বর ডায়াল করেন, তখন যার ফোনে কল করেন, তার কাছে আপনার নম্বরটি ভেসে ওঠে। তবে ফোন করার সময় নিজের ফোন নম্বর হাইড করার একাধিক উপায় রয়েছে।

এন্ড্রয়েড ও আইফোন থেকে ভয়েস কলে নিজের নম্বর গোপন রাখবেন যে ভাবে

* প্রথমেই যে নম্বরে ফোন করবেন সেই নম্বরটি কপি করে নিন।

* এবার ডায়ালার অ্যাপে অ্যাস্টেরিক্স সিম্বল (*) প্রেস করে ৬৭ ডায়াল করুন।

* এরপর আপনি যে নম্বর ডায়াল করতে চান, সেটি পেস্ট করুন।

* এবার কল বাটন প্রেস করে কল করুন। আপনার অপারেটর এই ফাংশন সাপোর্ট করলে, যে নম্বর ডায়াল করেছেন, সেই ফোনে আপনার নম্বর দেখাবে না।

সব কলে কলার আইডি ব্লক করবেন কী ভাবে

প্রত্যেকবার কাউকে ফোন করার সময় নম্বরের আগে নির্দিষ্ট সংখ্যা ডায়াল করা ক্লান্তিকর হতে পারে। তার জন্য এন্ড্রয়েড ও আইফোন এ রয়েছে বিশেষ ফিচার, যা এনাবল করে সব কলেই কলার আইডি ব্লক করা যাবে।

* আইফোন গ্রাহকরা ফোন অ্যাপ ওপেন করে, মেনু আইকন সিলেক্ট করে, কল সেটিংস ওপেন করুন। এবার হাইড অর শো কলার আইডি টগল ডিসেবেল করে দিন।

* অন্যদিকে আইফোন গ্রাহকরা সেটিংস ওপেন করে ফোন সিলেক্ট করুন। এখানে শো মাই কলার আইডি অপশন ডিসেবেল করে দিন।

যদিও, এই উপায়ে কলার আইডি ব্লক সব অপারেটর সাপোর্ট করবে না। আর তার জন্যই টেলিকম প্রোভাইডারের কাস্টোমার কেয়ারে ফোন করে সঠিক উপায় জেনে নিতে পারেন। সেখানে আপনার অপারেটরে কলার আইডি ব্লক করার অফিসিয়াল উপায় জানিয়ে দেওয়া হবে।