আজিজুর রহমান রনি, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমকালো আয়োজনে দলিল লেখক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মুরাদনগর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
দলিল লিখক সমিতির দপ্তর সম্পাদক মাহবুব আলম আরিফের সঞ্চালনায় ও মুরাদনগর দলিল লেখক সমিতির সভাপতি হাজী মো.শাহজাহান মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মনজু, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন। সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, বরুড়া উপজেলার দলিল লিখক সমিতির সভাপতি গাজী মো. মহসিন, তিতাসের উপজেলা কমিটির সভাপতি হুমায়ন কবির কাজল, চান্দিনা উপজেলার কমিটির সভাপতি আবুল হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সহ-সভাপতি মো.শাহজাহান, বি-পাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সরকার, বরুড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুর ইসলাম, পয়ানগাছার সাংগঠনিক সম্পাদক আইয়ুব রানা, গুনবতীর কোষাধক্ষ মো. অলিউল্লাহ, দাউদকান্দি উপজেলার সাবেক সভাপতি আলী আশরাফ, মুরাদনগর উপজেলার সাবেক সভাপতি আব্দুল কাদের, সহ-সভাপতি কেএম শারফিন শাহ প্রমুখ।
সভায় বক্তারা, দলিল লিখক সমিতির সার্বিক বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন এবং সবাই মিলে-মিশে কাজ করে কাজের গতিকে তরান্নিত করে মানুষের সেবার মান বৃদ্ধি করার পরামর্শ দেন। সভার প্রথমেই কোরআন থেকে তেলাওয়াত করেন, মো. কামরুল ইসলাম মুন্সি।