দেবিদ্বার প্রতিনিধিঃ
‘প্রকৃত শিক্ষার্জনের মাধ্যমে নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থীদের পাশের হার বিবেচনার উর্ধে¦ থেকে মেধা বিকাশের পথ তৈরী করতে হবে। পাশের হার কিংবা জিপিএ-৫ প্রাপ্তির চেয়ে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের প্রতি জোর দিতে হবে। আর এদায়িত্ব পালনে শিক্ষার্থীদের চেষ্টা আর অভিভাবক এবং শিক্ষকদের স্বদিচ্ছা থাকতে হবে।’
জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে সোমবার সকাল ১১টায় দেবীদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত শ্রেষ্ঠ ও মেধাবীদের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ওই বক্তব্য তুলে ধরেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ আবু তালেব’র সভাপতিত্বে এবং রাজামেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আবদুল মোমেন ও বড়শালঘর ইউ.এম.এ.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগ উপজেলা সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম সহিদ, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার এস,এ,সরকারী কলেজ’র প্রভাষক মোঃ মাজেদুল ইসলাম রিপন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শিরিন সুলতানা।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, দুয়ারিয়া এ জি মডেল একাডেমির অধ্যক্ষ মোঃ আবু সেলিম ভুইয়া, দেবীদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন, দেবীদ্বার রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, জাফরগঞ্জ মীর আবদুল গফুর কলেজে’র প্রভাষক মোঃ শফিকুল ইসলাম, ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসার মুয়াদ্দেস মোঃ জামিলুর রহমান, বাকসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, মাওলানা মেদেী হাসান প্রমুখ।
সভায় শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ বি.এন.সি.সি, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ, শ্রেষ্ঠ গার্লস গাইট, শ্রেষ্ঠ বিএনসিসি, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক, শ্রেষ্ঠ গার্ল গাইট ও শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষকদের মাঝে নগত অর্থ, সার্টিফিকেট ও পুরস্কার বিতরন করা হয়।