ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আইফোন রিফারবিশড কি না বুঝবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

একটি ব্যবহৃত আইফোন কেনার সময়, সর্বদাই রহস্যের কিছু উপাদান জড়িত থাকে। যে ব্যক্তি এটিকে আপনার কাছে বিক্রি করছে সে কি ফোনটি নতুন কিনেছে? এটা কি রিফারবিশড করা হয়েছে? আপনি ডিভাইসের সিরিয়াল নম্বর দেখে সেই তথ্য জানতে পারবেন।

আপনার ফোনের সিরিয়াল নম্বরের প্রথম অক্ষরটি আপনাকে বলবে যে এটি নতুন, রিফারবিশড, প্রতিস্থাপন করা, নাকি ব্যক্তিগতকৃত।

খুঁজে বের করতে, আপনার আইফোনের সেটিং মেনুতে যান, তারপর  জেনারেল ও সেখান থেকে অ্যাবাউট- মেনুর মধ্যে ঢুকতে হবে। সেখান থেকে মডেল ও সিরিয়াল নামবার সন্ধান করুন। মডেল নম্বরের প্রথম অক্ষরটি এম (M), এন (N), এফ (F), অথবা পি (P)-এর যেকোনো একটি থাকবে।

আইফোন রিফারবিশড হলে বুঝবেন যেভাবে

আইফোন রিফারবিশড হলে বুঝবেন যেভাবে

এম (M) – আপনার ফোনটি নতুন।

এফ (F) – রিফারবিশড বা সংস্কার করা।

এন (N) – অ্যাপল রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন ফোন।

পি (P)- ব্যক্তিগতকৃত।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আইফোন রিফারবিশড কি না বুঝবেন যেভাবে

আপডেট সময় ১০:৫৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

একটি ব্যবহৃত আইফোন কেনার সময়, সর্বদাই রহস্যের কিছু উপাদান জড়িত থাকে। যে ব্যক্তি এটিকে আপনার কাছে বিক্রি করছে সে কি ফোনটি নতুন কিনেছে? এটা কি রিফারবিশড করা হয়েছে? আপনি ডিভাইসের সিরিয়াল নম্বর দেখে সেই তথ্য জানতে পারবেন।

আপনার ফোনের সিরিয়াল নম্বরের প্রথম অক্ষরটি আপনাকে বলবে যে এটি নতুন, রিফারবিশড, প্রতিস্থাপন করা, নাকি ব্যক্তিগতকৃত।

খুঁজে বের করতে, আপনার আইফোনের সেটিং মেনুতে যান, তারপর  জেনারেল ও সেখান থেকে অ্যাবাউট- মেনুর মধ্যে ঢুকতে হবে। সেখান থেকে মডেল ও সিরিয়াল নামবার সন্ধান করুন। মডেল নম্বরের প্রথম অক্ষরটি এম (M), এন (N), এফ (F), অথবা পি (P)-এর যেকোনো একটি থাকবে।

আইফোন রিফারবিশড হলে বুঝবেন যেভাবে

আইফোন রিফারবিশড হলে বুঝবেন যেভাবে

এম (M) – আপনার ফোনটি নতুন।

এফ (F) – রিফারবিশড বা সংস্কার করা।

এন (N) – অ্যাপল রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন ফোন।

পি (P)- ব্যক্তিগতকৃত।