এম,কে,আই জাবেদঃ
গত ৪মে অনুষ্ঠিত ইউপি নির্বাচন নিয়ে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের কৃতকর্ম সম্পর্কে ফেসবুকে ‘আল্লাহ বিচার’ করবে মন্তব্য করার অভিযোগে কুমিল্লার মুরাদনগরে শাহিন সিকদার (৩৪) নামে এক যুবককে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার কোম্পানিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আটককৃত শাহিন শিকদার উপজেলার ছালিয়াকান্দি গ্রামের মো: বাচ্চু সিকদারের ছেলে ও আওয়ামীলীগের এক কর্মী।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, শাহিন সিকদার সম্প্রতি অনুষ্ঠিত মুরাদনগরের ছালিয়াকান্দি ইউপির নির্বাচন নিয়ে ফেসবুকে স্থানীয় সাংসদ, সরকার, প্রধানমন্ত্রী ও তার পরিবার নিয়ে অবমাননাকর মন্তব্য শেয়ার করে আসছিল। তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।