জাতীয় ডেস্কঃ
ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। আজ মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদকে বহনকারী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এরপর সন্ধ্যা ৬টা ৭ মিনিটে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এবং বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান।
আগামীকাল বুধবার বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রথমবারের মত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক ‘পলিটিক্যাল কনসালটেশন বা রাজনৈতিক পরামর্শক সভা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আর সৌদি আরবের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।