কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় মাদক পাচারকালে ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার কোটবাড়ি এলাকায় বুধবার (৩০ মার্চ) সকালে র্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে। র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত সাইদুর ইসলাম (৩৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সোনামুই গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ফেনসিডিলের একটি বড় চালান যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি প্রাইভেট কার আটক করে এতে তল্লাশি চালিয়ে ৫০১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং সাইদুর ইসলামকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাইদুর ইসলাম স্বীকার করে বলেছে- সে দীর্ঘদিন যাবত প্রাইভেট কারে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।