জাতীয় ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় সোয়া ১০ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সদস্যরা। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা।
রোববার সকাল ৯টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাতে তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, জব্দ করা স্বর্ণের মোট ওজন ১০ কেজি ২২০ গ্রাম। যেখানে ৮৮টি বার পাওয়া গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।