দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার গোমতী নদীতে নিখোঁজের এক দিন পর মিনহাজ সরকার নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ ভেসে উঠেছে।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম।
নিহত মিনহাজ জেলার তিতাস উপজেলার জিয়াকান্দি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। সে তার নানারবাড়ি দাউদকান্দির তুজারভাঙ্গা এলাকার আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি নজরুল ইসলাম বলেন, শুক্রবার জুমার নামাজের আগে মিনহাজ তার বন্ধুদের সাথে গোমতী নদীতে গোসল করতে নামে। এ সময় তার অন্য বন্ধুরা তীরে উঠতে পারলেও মিনহাজ স্রোতের টানে তলিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। খবর দেয়া হয় ডুবুরি দলকে। তারা এসেও খোঁজ পায়নি মিনহাজের। শনিবার বেলা ১১টায় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে মিনহাজের লাশ ভেসে উঠে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।