তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
আগামী বছরের মধ্যে ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভ আনার ঘোষণা দিয়েছে শোয়া ডেনকো।
এক বিবৃতিতে জাপানভিত্তিক কোম্পানিটি জানিয়েছে, তোশিবা, সিগেট ও ওয়েস্টার্ন ডিজিটালের মতো অংশীদারদের জন্য তারা ৩ থেকে ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভ তৈরি করবে। খবর টেকরাডার। পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানিটি ২০২৫ সালের মধ্যে ৫০ টেরাবাইট হার্ড ড্রাইভ আনবে বলে জানানো হয়েছে। এগুলো মূলত ডাটা সেন্টারসহ অন্যান্য ভারী কাজে ব্যবহূত হবে।
সম্প্রতি কয়েক দিন আগে ওয়েস্টার্ন ডিজিটালের জন্য ২৬ টেরাবাইটের হার্ড ড্রাইভ আনার ঘোষণা দিয়েছিলো শোয়া ডেনকো। ইতিমধ্যে এই হার্ড ড্রাইভের বাজারজাত শুরু হয়েছে।