আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানের মাশহাদ ও ইয়াজদের মধ্যবর্তী তাবাসের কাছে বুধবার (৮ জুন) একটি এক্সাভেটরের সঙ্গে সংঘর্ষের পর ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত এবং বেশ কয়েক ডজন লোক আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানায়।
ন্যাশনাল রেসকিউ সার্ভিসের মুখপাত্র মোজতবা খালেদীর বরাত দিয়ে রাষ্ট্রীয় টিভিতে বলা হয়, এই ঘটনায় ১৭ জন নিহত এবং আরও ৩৭ জন আহত হয়েছ। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
তিনি বলেন, অহতদের অনেকের অবস্থা গুরুতর, এ কারণে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।’ ২৪ টি অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
দক্ষিণ খোরাসানের তাবাসের দূরত্ব সড়ক পথে তেহরান থেকে ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল)। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ের উপপ্রধান মির হাসান মুসাভি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বলেন, ট্রেনটিতে ৩৪৮ জন যাত্রী ছিল।
তিনি বলেন, ট্রেনলাইনের কাছে থাকা ‘একটি এক্সাভেটরের সঙ্গে আঘাতের পরে এটি লাইনচ্যুত হয়।’