আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়ার বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে ইউক্রেনের সেনাবাহিনীর। কিন্তু এরই মধ্যে শঙ্কার কথা শোনালেন দেশটির কর্মকর্তারা। ইউক্রেনের কর্মকর্তারা জানান, তাদের সেনাবাহিনীর গোলাবারুদ শেষের দিকে। শনিবার (১১ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির দক্ষিণাঞ্চলের মিকোলাইভ অঞ্চলের গভর্নর ভিতালি কিম বলেন, লড়াই ‘কামানের যুদ্ধে’ রুপ নিয়েছে। তিনি আরও বলেন, রাশিয়ার সেনাবাহিনী অনেক শক্তিশালী যেখানে ইউক্রেনের সেনাবাহিনীর গোলাবারুদ ফুরিয়ে আসছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তিনি পশ্চিমাদের ইউক্রেনে দূর পাল্লার যুদ্ধাস্ত্র এবং গোলাবারুদ সরবরাহের গতি বাড়াতে আহ্বান জানান।
কিম বলেন, ‘ইউরোপ এবং আমেরিকার সাহাযায় অনেক, অনেক গুরুত্বপূর্ণ।’ এর আগে শুক্রবার ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকায় একই ধরনের মন্তব্য করেন ইউক্রেনে সামরিক গোয়েন্দার ডেপুটি প্রধান।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১০৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।