আন্তর্জাতিক ডেস্কঃ
গাজায় বিমান হামলা চালানোর জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ক্ষমতাধর রেভ্যুলেশনারি গার্ড। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে ইরানের সামরিক বাহিনীটির পক্ষ থেকে এমনটি জানানো হয়।
ইরানের ক্ষমতাধর রেভ্যুলেশনারি গার্ড কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেন, সাম্প্রতিক অপরাধের জন্য আরও ইসরায়েলকে আরও একটি চরম মূল্য দিতে হবে।
গাজার বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক জিহাদের নেতা জিয়াদ আল নাখালার সঙ্গে বৈঠকের পর এ সব কথা বলেন সালামি।
নাখালা জানান, ইসলামিক জিহাদসহ গাজার অন্যান্য দল ইসরায়েলে হামলার জন্য পর্যাপ্ত সামরিক ক্ষমতা অর্জন করেছে।
শনিবারও ( ৬ আগস্ট) ইসরায়েল গাজায় বিমান হামলা চালিয়েছে। এতে একজন ফিলিস্তিনি নিহত হন। এর আগে শুক্রবারের ( ৫ আগস্ট) বিমান হামলায় গাজায় ১৯ ফিলস্তিনি নিহত হন।
চলতি সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযানের সময় ইসলামিক জিহাদ গ্রুপের এক নেতাকে গ্রেপ্তার করা হলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর থেকেই হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল গাজার আশেপাশের সড়কগুলো বন্ধ করে সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়।
সূত্র: আল জাজিরা