মো: বিল্লাল হোসেন, ২৬ ডিসেম্বর (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লা-সিলেট মহাসড়কের মুরাদনগর উপজেলার বাখরনগরে শুক্রবার বিকেলে ট্রাক্টর ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে এক শিশুসহ ২জন নিহত ৪জন আহত হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, কুমিল্লা সিলেট মহাসড়কে কোম্পানীগঞ্জগামী একটি মাটি বাহি ট্রাক্টর ও কসবাগামী একটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সার শিশুসহ ২যাত্রী নিহত ও ৪জন আহত হয়। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে আরো এক জন মারা যান।
নিহতরা হলেন জেলার দেবিদ্বার উপজেলার জুলাশ গ্রামের আব্দুর রহমান (৪৫), বি-বাড়ীয়া জেলার কসবা উপজেলার হাকর গ্রামের আ: মান্নানের ছেলে সৌরভ (২)। আহতদের মধ্যে নিহত সৌরভের মা রোমেনা বেগম(৩৪) তার বড়মেয়ে স্বর্না (১৪), ছোট মেয়ে সন্ধ্যা(৮) ও সিএনজি চালক জালাল।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির এস আই মো: আবু জাহের এই বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ী দুটিকে আটক করা হলেও ট্রাক্টরের চালক পালিয়ে যায়। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।