আন্তর্জাতি ডেস্কঃ
থাইল্যান্ডের পূর্বাঞ্চলে একটি নার্সারির শিশুদের ডে-কেয়ার সেন্টারে সাবেক পুলিশ কর্মকর্তার গুলিতে শিশুসহ ৩৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার নঙ বোয়া লাম্ফু শহরে এই ঘটনা ঘটে। রয়টার্স এ খবর জানিয়েছে।
এদিকে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, হামলাকারীকে আটক করা যায়নি। এখনো পলাতক। তার খোঁজে অভিযান চালানো হচ্ছে।
পুলিশ জানায়, হামলাকারীর গুলি ও ছুরিকাঘাতে শিশু এবং প্রাপ্তবয়স্করা নিহত হয়। তবে হামলাকারী কেন এই ঘটনা ঘটালেন তা স্পষ্ট নয়। তবে সম্প্রতি তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, হামলাকারী সর্বশেষ একটি সাদা পিক-আপ ট্রাক চালাতে দেখা গেছে।
উল্লেখ্য, থাইল্যান্ডে গোলাগুলির ঘটনা বিরল। সর্বশেষ ২০২০ সালে নাখন রাতচাসিমা শহরে একজন সেনা সদস্যের গুলিতে ২১ জন নিহত হয়েছিল। আহত হয়েছিল আরো অনেকে।