মো: মোশাররফ হোসেন মনির:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় আর্সি নদী ও কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগে ২টি ড্রেজার মেশিন জব্দ ও ৩ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। এছাড়া ড্রেজার মেশিনের মালিক উপজেলার দিঘিরপাড় গ্রামের মাহবুব আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের মীর্জাপুর-কামাল্লা সড়কের কালিপুরা বাজার এলাকার এলাকায় এ অভিযান চালিয়ে ও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ নির্দেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা।
জানা যায়, উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মতিন মাতু মিয়া ডিলারের ছেলে মাহাবুব আলমে কালিপুরা বাজার এলাকার নার্সারির পাশের আর্সি নদী ও কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতে এসিল্যান্ড নাজমুল হুদা এই অভিযান পরিচালনা করেন। এ সময় ২টি ড্রেজার মেশিন জব্দ ও ১৫০টি পাইপ ধ্বংস করার নির্দেশ ও মেশিনের মালিকের বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা বলেন, মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসার মো: আলাউদ্দিন ভূইয়া জনী’র নির্দেশনায় উপজেলার সকল ইউনিয়নে নিয়মিত অবৈধ ড্রেজারের উপরে অভিযান চলছে। যতক্ষণ পর্যন্ত পুরো উপজেলায় একটি ড্রেজারও চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।