মোঃ মোশাররফ হোসেন মনির:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের নব-গঠিত কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কবি নজরুল মিলনায়তনে এই পরিচিতি সভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ।
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শৈখ হাসিনার নির্দেশনায় ও আওয়ামীলীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাগ হারুন এফসিএ’র সার্বিক তত্বাবধানে মুরাদনগর উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করতে পরিচয় সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বক্তারা নির্বিশেষে আগামী দিনের নির্বাচন ও আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে অভিষেক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাছান চিনুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক সাইদুল ইসলাম রমীজ, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি জাকির হোসেন, উপজেলা আ’লীগের উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল খায়ের, সাঙ্গঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, শ্রম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সদস্য আব্দুর রউফ, আলমঙ্গীর কবির প্রমূখ।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারী সোমবার কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এড. আবুল কালাম আজাদকে সভাপতি ও গোলাম সারোয়ার চিনুকে সাধারণ সম্পাদিক করে ৭১ সদস্য বিশিষ্ট মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।