তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলায় ঘনিয়ার চরউচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকাবিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য েকায়েপ প্রকল্পের অধীনে ঘনিয়ার চর উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদদের মাঝে উপবৃত্তি প্রদান কর হয়। কিন্তু উপবৃত্তির টাকা থেকে খাবারের কথা বলে ষষ্ট শ্রেণির ৫০ টাকা এবং নবমও দশম শ্রণির ১০০টাকা কেটে নেয়া হয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করে।
অভিযোগ কারী শিক্ষার্থীরা আনিছুর রহমান (৬ষষ্ঠ), জুবায়ের ( ৯ম),রেজাউল (১০), খাইরুল (৬ষষ্ঠ)। ৬ ষ্ঠ শ্রেনির আরো বলেন শিক্ষর্থীরা কাছ থেকে ৫০ টাকা এবং ৯- ১০ শ্রেণির কাছ থেকে ১০০ টাকা শিক্ষকদের খানা বাবদ কেটে রাখা হলেও বিদ্যালয়ের শিক্ষক সফিকুল ইসলাম স্যার কাউকে বলতে নিষেধ করেছেন।
এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ এর সাথে মোবাইলে কথা বলতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং মোবাইল বন্ধ করে দেন।