মো. নাজিম উদ্দিন:
কুমিল্লা মুরাদনগর উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের জীবনমান উন্নয় করার লক্ষ্যে ‘‘প্রতিভা’’ নামে একটি শিশু বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মুরাদনগর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদে এই বিদ্যালয়ের উদ্বোধন করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুদল হাই খান, সমাজসেবা কর্মকর্তা বরুন দে, বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী কাউছার আহাম্মেদ, পল্লীসঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মোজাম্মেল হক।
এসময় জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও নাগরিকরাও আমাদের সমাজের একটি অংশ। তাদেরকে কোন ভাবে আলাদা করে দেখার সুযোগ নেই। তাই প্রতিবন্ধি শিশুদেরকে শিক্ষা গ্রহনের জন্য বিদ্যালয়ের সূচনা করা হলো। আমি চাই শুধু মুরাদনগই নয় সারা দেশে এমন বিদ্যালয় গড়ে উঠুক।
এসময় জেলা প্রশাসক প্রতিবন্ধী শিশুদের জন্য থেরাপি সেবা, ভিক্ষুক পুর্নবাসনের আওতায় একজনকে কর্মসংস্থানের জন্য ব্যাটারি চালিত রিক্সা প্রদানসহ মাদক নির্মূলে মুরাদনগর উপজেলা ফুটবল টিমের কার্যক্রম উদ্বোধন করেন তিনি।