সাজ্জাদ হোসেন:
কুমিল্লায় দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী সড়ক সংস্কার করে জনসাধারনের ভোগান্তি লাঘব করতে উদ্যোগ নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের একনিষ্ঠ কর্মী স্পেন প্রবাসী ইউনুস রানার অর্থায়নে উপজেলার পূর্বধৈর গ্রামের মোল্লা বাড়ি থেকে বড় ব্রিজ পর্যন্ত ইটের সলিং দিয়ে রাস্তা নির্মাণকাজ শুরু করেছেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী ময়নাল হোসেন সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এই রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এখন রাস্তাটি সংস্কার হলে এলাকার জনদুর্ভোগ কমবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বশির উদ্দিন, পূর্বধৈর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক কামরুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাগর।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মুসলেম মিয়া, মোশাররফ মেম্বার, ফিরোজ মিয়া, তৈয়ব আলী, পারভেজ, সাদ্দাম, মনির, শাহ-আলম, ছাত্র নেতা মাসুম, সোহেল মিয়াসহ পূর্বধৈর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা।