মো: সফিকুর রহমান:
কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে দুই দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।
গত বুধ ও বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন এর নির্দেশনায় সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামারগ্রাম বিলে, খাপুরা বিলে, মকলিশপুর ও যোগেরখিল বিলে, শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা বিলে, পূর্ব ধইর পূর্ব ইউনিয়ন চাপুর গ্রামের পশ্চিম বিলে, এলখাল গ্রামের প্রাইমারি স্কুলের পাশের এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮টি অবৈধ ড্রেজার মেশিন ও ৬ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে। এ সময় প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন বাঙ্গারা বাজার থানা পুলিশ।
জানা যায়, উপজেলায় মাটিখেকো ড্রেজার ব্যবসায়ীদের হাত থেকে তিন ফসলি কৃষিজমি রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে মুরাদনগর উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে দুই দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন, উপজেলার অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।