সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান এর নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন।
অভিযানে বাবুটিপাড়া ইউনিয়নের চৌমুহনী বাজার, যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া এলাকার সুলতান ব্রিকস ও ধামঘর ইউনিয়নের সিদ্ধেশ্বরী এলাকা হতে ৩ টি এক্সক্যাভেটর অপসারণ ও ২টি ব্যাটারি জব্দ এবং শরীফ ও উজ্জ্বল নামের দুই ব্যাক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এবং কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।