সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঠিকাদারি কাজে প্রশাসনের তীক্ষè নজরদারির ফলে নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামের সড়কের কাজে ব্যবহৃত নিম্নমানের ইট ও খোয়া অপসারণ করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান ও উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ পরিদর্শনে গিয়ে নিম্ন মানের ইট ও খোয়া ব্যবহারের সত্যতা পান। পরে ঠিকাদারকে এসব নির্মাণসামগ্রী সরিয়ে নেয়ার নির্দেশ দেন। তার ফলশ্রæতিতে সংশ্লিষ্ট ঠিকাদার উক্ত অনুপযোগী ইটের খোয়া সরিয়ে শনিবার (১ মার্চ) সকাল থেকে সঠিক গুণগত মানের ইট দিয়ে ওই সড়কের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। এতে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
জানা যায়, মুরাদনগর উপজেলা প্রকৌশলী অফিসের অধীনে ৯০ লক্ষ টাকা ব্যয়ে দুই কিলোমিটার নির্মাণাধীন সড়কের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এমন অভিযোগ করেন এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী ওই সড়ক পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। পরে ঠিকাদারকে সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত নিম্নমানের সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক ঠিকাদার শুক্রবার নিম্নমানের ইট ও খোয়া সরিয়ে শনিবার থেকে ভালো মানের ইট ও খোয়া দিয়ে পুনরায় নতুন করে সড়কের কাজ শুরু করেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ বলেন, সড়ক নির্মাণ কাজের দায়িত্বে থাকা কর্মকর্তার অনুপস্থিতিতে ঠিকাদার কাজে অনিয়ম করেছিল। পরে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এর ব্যবস্থা নেওয়া হয়।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, নির্মানকাজে নিন্মমানের সামগ্রী ব্যবহার করার কোন সুযোগ নেই। এধরনের অভিযোগ পেলে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি সংশ্লিষ্ট এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এলাকার উন্নয়ন কাজে এভাবে নিজেদেরকেই এগিয়ে আসতে হবে।