তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বিশাল মহাকাশ প্রতিনিয়ত নানা বিস্ময়কর ঘটনার সাক্ষী হয়। কিছু ঘটনা নিয়মিত ঘটলেও, কিছু ঘটনা হয় একেবারেই বিরল। বৃহস্পতিবার (২৭ মার্চ) এমনই এক ব্যতিক্রমী মহাজাগতিক দৃশ্যের সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীদের মতে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে খালি চোখেই দেখা যেতে পারে একটি নক্ষত্র বিস্ফোরণের বিরল দৃশ্য।
মহাকাশের নর্দান ক্রাউন নক্ষত্রমণ্ডলের ‘টি করোনা বোরিয়ালিস’ বাইনারি স্টার সিস্টেমে থাকা একটি নক্ষত্র শিগগিরই বিস্ফোরিত হতে চলেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৯৪৬ সালের পর এই প্রথম এত বড় নক্ষত্র বিস্ফোরণের দৃশ্য দেখা যাবে।
এসইটিআই ইনস্টিটিউটের বিজ্ঞানী ফ্রাঙ্ক মার্চিস জানিয়েছেন, টি করোনা বোরিয়ালিস নক্ষত্রটি বহু বছর ধরে একটি নোভা বিস্ফোরণের অপেক্ষায় ছিল। এটি পৃথিবী থেকে প্রায় ৩ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এবং দুটি তারার সমন্বয়ে গঠিত—একটি লাল দৈত্য এবং অপরটি সাদা বামন তারা।
বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, লাল দৈত্য তারাটি ক্রমশ শীতল ও প্রসারিত হচ্ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন উপাদান নির্গত করছে। অন্যদিকে, সাদা বামন তারাটির জ্বালানি ফুরিয়ে গেছে এবং এটি ধীরে ধীরে শীতল হচ্ছে।
এই অবস্থায়, সাদা বামন তারা লাল দৈত্য তারার নির্গত উপাদান সংগ্রহ করতে করতে একসময় একটি শক্তিশালী থার্মোনিউক্লিয়ার বিস্ফোরণের মাধ্যমে জ্বলে উঠবে। এই নোভা বিস্ফোরণ হবে এতই উজ্জ্বল যে পৃথিবী থেকে খালি চোখেই তা দেখা যাবে।
বিজ্ঞানীদের মতে, বিস্ফোরণের দৃশ্য কয়েকদিন পর্যন্ত আকাশে দৃশ্যমান থাকতে পারে।
নক্ষত্রটি আগে ১৭৮৭, ১৮৬৬ এবং ১৯৪৬ সালে বিস্ফোরিত হয়েছিল। আমেরিকান অ্যাসোসিয়েশন অব ভ্যারিয়েবল স্টার অবজারভার্স জানিয়েছিল, ২০২৩ সালের মার্চ-এপ্রিল মাসে এই নক্ষত্রের উজ্জ্বলতা কমতে দেখা গিয়েছিল। তখনই বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছিলেন যে, ২০২৪ সালের এপ্রিল নাগাদ এটি আবার বিস্ফোরিত হতে পারে।
নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের নোভা ইভেন্ট বিশেষজ্ঞ হাউন্সেল বলেন, ‘এই ধরনের ঘটনা মহাবিশ্বের এক অনন্য সৌন্দর্য। অনেক উচ্চাকাঙ্ক্ষী বিজ্ঞানী তাঁদের জীবনে এমন দৃশ্য দেখার জন্য অপেক্ষা করেন। এটি একবার দেখার মতো দুর্লভ মুহূর্ত।’
সূত্র: এনডিটিভি