মুরাদনগর বার্তা ডেস্ক:
সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার মুরাদনগর উপজেলায় মোহাম্মদ মোশাররফ হোসেন নামে এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
তিনি দৈনিক ইত্তেফাক, দি বাংলাদেশ টুডে, কুমিল্লার আঞ্চলিক পত্রিকা দৈনিক রূপসী বাংলাসহ বিভিন্ন অনলাইন পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এ ঘটনায় সাংবাদিক মোশাররফ গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
রোববার (৭ আগস্ট) সকালে মুরাদনগর সদরের ডিআর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুরাদনগর উপজেলাসহ কুমিল্লার সাংবাদিক সমাজ। তাঁরা এ ঘটনায় দোষীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
জানা যায়, সম্প্রতি “মুরাদনগরে কায়কোবাদ পরিবারের বাহিনি:সন্ত্রাসীদের হাতে রাজনীতির ‘চেরাগ’” শিরোনামে কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে আজ সকালে সাংবাদিক মোহাম্মদ মোশাররফ হোসেনের উপর সন্ত্রাসী হামলা করে। এতে তার এক পা ও এক হাত গুড়িয়ে দেয়। হামলায় সাংবাদিক অচেতন হয়ে গেলে সন্ত্রাসীরা তার মৃত্যু হয়েছে মনে করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী জলিল বলেন, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।