আন্তর্জাতিক ডেস্ক:
ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে চার অভিবাসী-প্রত্যাশীর মৃত্যু হয়েছে। ঘটনায় নিখোঁজ হয়েছেন অন্তত ৫১ জন। সোমবার (৭ আগস্ট) তিউনিসিয়ার বিচার বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা-সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত দুই দিনে তিউনিসিয়ার উপকূলে অভিবাসন-প্রত্যাশী বহনকারী মোট পাঁচটি নৌকাডুবির ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত মোট সাত জনের প্রাণহানি হয় এবং এখনো ৬৭ জন নিখোঁজ।
এছাড়া, অবৈধ উপায়ে নৌকায় চেপে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমানোর প্রচেষ্টা চালাতে গিয়ে প্রতিবছরই শত শত অভিবাসন-প্রত্যাশীর প্রাণহানি হচ্ছে।
গত জুলাই মাসে তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত দেশটির উপকূলে ডুবে যাওয়া মোট ৯০১ অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত তিউনিসিয়া সম্প্রতি ইউরোপে যেতে চাওয়া অভিবাসীদের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। এ বছর অন্তত ১২ হাজার অভিবাসী তিউনিসিয়া থেকে ইতালিতে প্রবেশ করেছে। গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল মাত্র ১ হাজার ৩০০।