জাতীয় ডেস্কঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষা শুধু শুক্রবার সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। ১৪ অক্টোবর পরীক্ষা শেষ হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দফতর এ তথ্য জানিয়েছে।
সারাদেশে ৩৩০টি কেন্দ্রে ১ লাখ ৫২ হাজার ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। যার মধ্যে ৯৬ হাজার ২৬০ জন ছাত্র এবং ৫৫ হাজার ৮৮০ জন ছাত্রী।
প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে।